ছবি : সেনাবাহিনীর চেকপোস্ট।
দিনাজপুরের ঘোড়াঘাটে রেজিস্ট্রেশন বিহীন, ড্রাইভিং লাইসেন্স নাই ও হেলমেট ছাড়া চলাচলের কারণে তিন অভিযোগে ১২ টি মোটরসাইকেলকে চেকপোস্ট বসিয়ে ৫১ হাজার টাকা জরিমানা করেছেন সেনাবাহিনী ও দিনাজপুর ট্রাফিক বিভাগ।
দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের বিরাহীপুর গুচ্ছগ্রামের সিএনজি ফিলিং স্টেশন এলাকায় শনিবার (২৩ আগস্ট) বেলা ১১ টা থেকে ১২ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দূরপাল্লার অনুমানিক ৫০-৬০টি বাস, ট্রাক এবং অন্তঃজেলা চলাচল কারী যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। এতে সহযোগিতা করেন দিনাজপুর ট্রাফিক বিভাগের টিএসআই আবুল কালাম আজাদ।
ক্যাপ্টেন মারজিউল হক সাফিন জানান, উপজেলার বিরামহীনপুর গুচ্ছগ্রাম এলাকায় ঘোড়াঘাট অস্থায়ী আর্মি ক্যাম্প এবং জেলা ট্রাফিক বিভাগ মোবাইল কোর্টের সঙ্গে চেকপোস্ট স্থাপন করে ১২টি মোটরসাইকেলকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ড্রাইভিং লাইসেন্স না থাকায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, হেলমেটে ব্যবহার না করার অভিযোগে এসব মামলা দেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনীর এই কর্মকর্তা।
আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানানো।
মতামত