সারাদেশ

নিখোঁজের ১৪ ঘন্টা পর ব্রিজের পাশে থেকে যুবকের লাশ উদ্ধার

প্রিন্ট
নিখোঁজের ১৪ ঘন্টা পর ব্রিজের পাশে থেকে যুবকের লাশ উদ্ধার

ছবি : নিখোঁজের ১৪ ঘন্টা পর ব্রিজের পাশে থেকে যুবকের লাশ উদ্ধার


প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৪:০৮


দিনাজপুরের বীরগঞ্জে সনকা বাজারের পূর্বে ব্রিজের পাশে হাসিবুল (১৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 শনিবার (২৩ আগষ্ট ) সকাল ৬টার দিকে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সনকা বাজারের পূর্বে ব্রিজের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়। 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। হসিবুল ৪নং পাল্টাপুর ইউনিয়নের সনকা ডাঙ্গাপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

মৃতের বড় ভাই ফেরদৌস  জানান,গতকাল শুক্রবার বিকল ৪টা থেকে হাসিবুল নিখোঁজ হয়। তিনি আরও জানান, হাসিবুল দীর্ঘদিন ধরে মৃগী এবং মানসিক রোগে আক্রান্ত ছিলেন। 


নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর শনিবার ভোরে সনকা ব্রিজের পাশে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়।   

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান,সনকা এলাকায় পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় ইউপি সদস্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।