ছবি : দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত।
ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রক্তদান সমাজ কল্যাণ সংস্থা দিনাজপুরের আয়োজনে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি, সম্মাননা প্রদান, উত্তরীয় প্রদান, পুরস্কার বিতরন, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আগত বাংলাদেশের ১৫ টি জেলা থেকে আগত ৬০০ স্বেচ্ছাসেবী ও ৫০ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে উষ্ণ অভ্যর্থনা জানান রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানটি প্রথম ও দ্বিতীয় পর্বে ভাগ করা হয়। সকাল সাড়ে ১১ টায় শিশু একাডেমিতে মিলনায়তনে মিলন মেলায় স্বেচ্ছাসেবী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্ত যোদ্ধাদের সম্মাননা ক্রেস প্রদান করাসহ সংক্ষিপ্ত আলোচনা ও দুপুরের খাবার বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনের টি শার্ট প্রদান করা হয়। দুপুর তিনটায় আনন্দ র্যালী শহর প্রদক্ষিণ করে। এরপর শিশু একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম। বক্তব্য রাখেন শহর সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, পাটোয়ারী বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক শামীম কবির, করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি ও সংগঠনের উপদেষ্ঠা শাহারিয়ার হিরু, ম্যান ফর ম্যান সোর্স ঢাকার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রাজিবুল ইসলাম, মানুষের জন্য সেবা ঢাকার কেফায়েত হোসেন সোহাগ, সিডিপি কুষ্টিয়ার শামীমউজ্জামান, ড্রীম টাচ বাংলাদেশের নিপা, কেবিএম কলেজের শিক্ষক অমিত, বিশিষ্ট সমাজসেবক সায়েদ আলী। স্বাগত বক্তব্য রাখেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।
স্বেচ্ছাসেবী ও উপস্থাপক হাফিজুল ইসলাম। এ ছাড়াও রক্তদান সমাজ কল্যান সংস্থার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভ সুচনা করেন অতিথিবৃন্দরা।
মতামত