বীরগঞ্জ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

প্রিন্ট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

ছবি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা।


প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:৫৬ আপডেট : ২২ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:৫৮

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের নেতা সদস্য সচিব গোপাল দেব শর্ম্মার সঞ্চালনায় বক্তব্যে রাখেন, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু,বাংলাদেশ জামায়াতে ইসলামী এর দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত প্রার্থী মতিউর রহমান,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার রায়,উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায়,শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক প্রমুখ।

এসময় বীরগঞ্জ উপজেলার ১৬০টি শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দরা শারদীয় দুর্গাপূজা হোক সকলের জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির উৎসবকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব সম্পন্ন হবে।