ছবি : দিনাজপুরে হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার।
পঞ্চগড় সদর উপজেলার চাঞ্চল্যকর জাবেদ উমর জয় হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩ আসামীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামী হলেন পঞ্চগড় সদর উপজেলার নতুনবস্তী খালপাড়ার আমিনুল ইসলামের ছেলে মোঃ নুর রাব্বী (২৬), নজরুল ইসলাম মজনুর ছেলে মোঃ আবু তালেব (২৫) ও মৃত আবতার উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেন (৪০)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারে বর্ণিত আসামিগণ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায় এবং চাঁদাবাজির সহিত জড়িত ছিল। বিষয়টি নিয়ে জাবেদ উমর জয় ও তার বন্ধুরা প্রতিবাদ করে। এই ঘটনায় আসামীরা ক্ষিপ্ত হয়ে ৬ আগষ্ট রাত সোয়া ৮টায় মোবাইল ফোনের মাধ্যমে জয়কে পঞ্চগড় জেলার সদর থানাধীন সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নিয়ে হামলা করে। এসময় ধারালো ছোরা দিয়ে পেটে ও শরীরে বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ৮ আগস্ট পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হামলার পর থেকে আসামীরা পলাতক ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর ও নীলফামারী ক্যাম্পের সদস্যরা অভিুান চালিয়ে তাদের আটক সক্ষম হয়। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত