সারাদেশ

‎পাঁচবিবিতে রক্তের গ্রুপ নির্ণয়ে ফ্রি-ক্যাম্পেইন

প্রিন্ট
‎পাঁচবিবিতে রক্তের গ্রুপ নির্ণয়ে ফ্রি-ক্যাম্পেইন

ছবি : ‎পাঁচবিবিতে রক্তের গ্রুপ নির্ণয়ে ফ্রি-ক্যাম্পেইন ।


প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:৩৩

 জয়পুরহাটের পাঁচবিবির বড় মানিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় দিনব্যাপী ফ্রি-ক্যাম্পেইনঅনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ ফয়সল আলীম ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

কেন্দ্রীয় এ নেতার সার্বিক পৃষ্ঠপোষকতায়  বিদ্যালয়ের ছাত্র কাউন্সিলের আয়োজনে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ফয়সাল আলীম। 

এসময় বক্তব্য রাখেন ‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক ও জেলা প্রযুক্তি দলের সভাপতি মোঃ ‎নাহিদ হোসেন, ‎থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মন্ডল, সহকারী শিক্ষক আব্দুল হাই, ছাত্র কাউন্সিলের সভাপতি মোঃ সাব্বির হোসাইন, সম্পাদক মোঃ সৈকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইমন হোসেন। 

ক্যাম্পেইনে স্কুলের প্রায় ৫'শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ও ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করেন।