ছবি : চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্যজীবিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত|
চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্যজীবিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মৎস্যজীবিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে পুকুরে হাঁস ধরা খেলার উদ্বোধন ও পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডুর সভাপতিত্বে এসময় উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হান আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, আব্দুল পুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ময়েন উদ্দিন শাহ, আউলিয়াপুকুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, সাইতারা ইউপি প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম , জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয় কারি সোহেল সাজ্জাদ প্রমূখসহ সাংবাদিক, মৎস্যজীবিগণ উপস্থিত ছিলেন।
পুকুরে হাঁস ধরা খেলায় মোছাদ্দেক হোসেন, শাহজাহান আলী, রবিউল ইসলাম ও মোকছেদ আলী একটি করে হাঁস ধরেন।
মতামত