ঘোড়াঘাট

ঘোড়াঘাটে ছাত্র-জনতা উপর হামলা মামলায় প্রজন্ম লীগের সভাপতি গ্রেপ্তার

প্রিন্ট
ঘোড়াঘাটে ছাত্র-জনতা উপর হামলা মামলায় প্রজন্ম লীগের সভাপতি গ্রেপ্তার

ছবি : প্রজন্ম লীগের সভাপতি ও যুব লীগ নেতা তৈমুর সরকার।


প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, সকাল ১০:১৩

দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা মামলায় উপজেলা প্রজন্ম লীগের সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা তৈবুর সরকারকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তৈবুর সরকার একাধারে ঘোড়াঘাট উপজেলা প্রজন্ম লীগের সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। উপজেলার বিন্যাগাড়ি গ্রামের মৃত নজরুল সরকারের ছেলে তিনি।

পুলিশ জানায়, ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া মামলায় তৈবুর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট পৌরশহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র–জনতার ওপর হামলার চালানোর অভিযোগে ২৪ আগস্ট মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর তৈবুর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।