সারাদেশ

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রিন্ট
পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি : পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ।


প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:০২

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫'তম প্রতিষ্ঠাবার্ষিকী  নানান কর্মসূচির মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার দিনের প্রথমভাগে পাঁচবিবি স্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

 উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল। 

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবীর, সদস্য সচিব মোঃ রানা হোসেন রাব্বি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব এম এ নাহিদ, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রাফিউল ইসলাম রকি, যুবদল নেতা আনিছ, নয়ন, মামুন, মিজান, সাব্বির, মহিপুর কলেজ ছাত্রদলের সম্পাদক মোঃ সাকিব হোসেন,  উপজেলার ৮ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।