ছবি : দিনাজপুর ডিবির অভিযান; আন্তঃ জেলা চোর চক্রের ৬ সদস্য আটক|
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যদে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় দিনাজপুর জেলা ডিবির ওসি মুহাম্মদ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত কাহারোল উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার কমলাপাড়ার আব্দুল মোতালেবের ছেলে মোঃ আক্তারুজ্জামান (৪০), কাশিমপুর গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে আব্দুল জব্বার (৪৮), আটোয়ারী উপজেলার রলরামপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে মাসুদ রানা (৪০), দিনাজপুরের কাহারোল উপজেলার বিক্রমপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ আইয়ুব আলী (৫০), মৃত জামাল উদ্দীনের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৫২) ও ছাতইল গ্রামের মৃত চান্দিয়া বর্মনের ছেলে ফুলেন চন্দ্র রায় (৫৬)।
ডিবির ওসি জানান, রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় কাহারোল থানা পুলিশসহ যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় আন্তঃ জেলা চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই করা মালামাল জব্দ করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন বসতবাড়ীর পানির ট্যাংকি ও টিউবয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ীর লোকজনকে অজ্ঞান করে বাড়ীর গ্রীল কেটে প্রবেশ করে টাকা-পয়সা স্বর্ণ ও মূল্যবান সামগ্রী চুরি করে।
মতামত