সারাদেশ

পাঁচবিবিতে মজুদকৃত মেয়াদউত্তীর্ণ সার জব্দ

প্রিন্ট
পাঁচবিবিতে মজুদকৃত মেয়াদউত্তীর্ণ সার জব্দ

ছবি : পাঁচবিবিতে মজুদকৃত মেয়াদউত্তীর্ণ সার জব্দ


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়াদ উত্তীর্ণ ১৯০ বস্তা সার অবৈধভাবে মজুত রাখার অপরাধে সারগুলো জব্দ করে  কৃষি বিভাগ। সোমবার দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিন মাথায় অবস্থিত সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু দাসের গোডাউন থেকে সারগুলো জব্দ করা হয়। এসময় ৬'টি অটোরিকশা যোগে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলায় পাচারকালে জাতীয় গোয়েন্দা সংস্থার অভিযানে ১২০ বস্তা সার জব্দ করা হয়। এসময় এলাকার একাধিক কৃষকের অভিযোগ ডিলারদের নিকট সার নিতে গেলে সার নেই বলে। আবার টাকা বেশি দিলে তারাই সার মেনেজ করে দেয়। পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ অবৈধভাবে মেয়াদ উত্তীর্ণ সার মজুদ রাখা ও বিক্রয়ের অপরাধে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদী হাসান, থানার এসআই মোঃ হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।