নবাবগঞ্জ

নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

প্রিন্ট
নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

ছবি : নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার ।


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:০৫ আপডেট : ১৮ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮:১৮

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের পাশে ময়লা ফেলার স্থানে পরিত্যক্ত একটি ব্যাগে মূর্তিটা পাওয়া যায়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেহেদী হাসান বলেন, আজ দুপুর আড়াইটার দিকে জরুরী বিভাগের পাশে ময়লা ফেলার স্থানটি পরিচ্ছন্নকর্মীকে পরিষ্কার করতে বলা হয়। পরে ঐকর্মী ছুটে এসে আমাকে বলে স্যার একটি ব্যাগে মনে হয় বোমা আছে। তখন কয়েক জনকে সাথে নিয়ে ব্যাগটি খুলি দেখি এটা একটি কষ্টি পাথরের মুর্তি। ওজন প্রায় তিন কেজির বেশি হবে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। মূর্তিটা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। 

ওসি আব্দুল মতিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী  বিভাগের পাশে ময়লা ফেলার জায়গায় পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগে একটি মূর্তিটি পাওয়া গেছে। মূর্তিটি কিসের বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে এটা কষ্টি পাথরের। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে।