নবাবগঞ্জ

নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রিন্ট
নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ছবি : নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৪ আপডেট : ১৮ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৮

অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তি, শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) ইউএনও মোঃ রফিকুল ইসলাম।

পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন ,উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়, বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মিলন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ সেলিম রেজা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান, প্রমুখ। 

এছাড়া মৎস্য চাষী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা পরবর্তী ৩ জন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।