ছবি : দিনাজপুরের দশমাইলে শ্রমিকদের ৩ দফার দাবিতে মহাসড়ক অবরোধ।
দিনাজপুরের কাহারোল উপজেলাধীন দশমাইল হাইওয়ে মহাসড়ক এলাকায় দিনাজপুর ব্যাটারি চালিত যানবাহন, থ্রি হুইলার ও সম জাতীয় মোটরযান চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে ৩ দফা দাবি পূরণের লক্ষ্যে রাজপথ প্রায় আরাই ঘণ্টা অবরোধ করে রাখলে উপজেলা প্রশাসনের তৎপরতায় সুষ্ঠ সমাধানের প্রতিশ্রুতিতে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর প্রায় দেড়টা পর্যন্ত সিএনজি (অটোরিকশা) চালকদের স্ট্যান্ড সুনির্দিষ্ট করা, ব্যাটারি চালিত যানবাহন ও থ্রী-হুইলার চালকদের উপর নির্যাতন, হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, এবং ব্যাটারি চালিত যানবাহন থ্রী-হুইলার ও সম জাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২৪ চূড়ান্ত করে (বি আর টি এ) এর অধীনে নিবন্ধন, চালকদের লাইসেন্স, প্রশিক্ষণ ও রুট পারমিট প্রদান করার জন্য ৩ দফা দাবি পূরণের লক্ষ্যে হাইওয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।
ঘটনাস্থল পরিদর্শন করে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম ও কাহারোল- সেতাবগন্জ (সার্কেল) সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সুষ্ঠু আলোচনার মাধ্যমে অবশেষে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করার প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেওয়া হয়।
মতামত