রাজনীতি

দলীয় স্বার্থে বিচার সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে - জোনায়েদ সাকি

প্রিন্ট
দলীয় স্বার্থে বিচার সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে - জোনায়েদ সাকি

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, রাত ১২:০৯



দলীয় স্বার্থে বিচার সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি। 

শনিবার (১৬ আগস্ট) বিকেলে দিনাজপুর ফুলবাড়ির নিমতলা মোড়ে আগামী জাতীয় নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের দাবিতে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে।

এর আগে তিনি উপজেলার গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ে গণসংলাপে অংশ নেন। 

এসময় গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দিনাজপুর জেলা আহ্বায়ক সুলতান মাহমুদ শিশির, ফুলবাড়ি উপজেলা সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মোত্তালিব পাপ্পুসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ হবে বৈষম্যহীন জনগণের বাংলাদেশ, বাংলাদেশ হবে অধিকার মর্যাদা প্রতিষ্ঠার বাংলাদেশ। শেখ হাসিনার আমলে যেসব হত্যাকাণ্ড হয়েছে এবং জুলাই-আগস্ট গণঅভুর্যানে যারা নিহত হয়েছে প্রত্যেকের সঠিক বিচার হতে হবে। গত ৫৪ বছরে দেখেছি, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকে। এটার সংস্কার হতে হবে। সংবিধানে জনগণের কথা বলা হয়েছে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, আর এক হাতে সেগুলো কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি আরো বলেন, সংস্কারের মাধ্যমেই আমরা বাংলাদেশের সঠিক উদ্দেশ্যের জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু বিচার এবং সংস্কারের নামে নির্বাচনকে যেন মুখোমুখি দাঁড় করানো না হয়। দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা, অর্থনীতির সমৃদ্ধি এগুলোর সঠিক বাস্তবায়নের জন্য নির্বাচন লাগবে। অন্তরবর্তী সরকার নির্বাচনের উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা দেখেছি বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নিজেদের দলীয় স্বার্থ হাসিলের চেষ্টা চলছে। বাংলাদেশ নিয়ে বিদেশী বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।