ছবি : চিরিরবন্দর (স্যাক) ও চিরি নদীর বাতিঘর পাঠাগারের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা যেখানে বেসরকারি ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে ৯৭০ জন জিপিএ-৫ প্রাপ্ত হয়। কিন্তু স্থানীয় চিরিরবন্দরের শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পায় ২০০ জনের অধিক। স্থানীয় শিক্ষার্থীদের উৎসাহ অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে স্থানীয় ছাত্র সংগঠন স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) ও চিরি নদীর বাতিঘর- পাঠাগার আয়োজন করে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে চিরিরবন্দরের স্থানীয় ১৬৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও কলম উপহার দেওয়া হয়।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা পোষণ করায় তাদের উৎসাহ প্রদানে চিরিরবন্দরের কৃতী ব্যক্তিত্ব ডা. মো: মাজেদুর রহমান, ব্যথা বিশেষজ্ঞ, দিনাজপুর মেডিকেল কলেজ; মো: আসাদুজ্জামান জেমি, উপজেলা প্রকৌশলী, পীরগাছা, রংপুর; ৩৮ তম বিসিএস (কৃষি) ক্যাডারের কৃষি সম্প্রসারণ অফিসার মো: জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণামুলক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে সেরা শিক্ষক হিসেবে বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হেলাল উদ্দিন সরকার, সামাজিক সংগঠন ব্লাড ডোনার ক্লাব, উপজেলা বইবন্ধু খ্যাত মোখলেসুর রহমান মন্টু ও সেরা স্কুল হিসেবে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার জনাব ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ফ্যাক্টরী বাংলাদেশ লি. চেয়ারম্যান জনাব রুকুনুজ্জামান রোকন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্যাকের সভাপতি মোস্তাকিম আল হাসনাত। তিনি বলেন, "আজকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া তোমাদের যেনো আমরা এইচএসসিতেও সংবর্ধনা দিতে পারি। তাই পরিশ্রম করতে হবে এবং চিরিরবন্দরকে বিশ্বের দরবার তুলে ধরতে হবে"।
মতামত