ছবি : পাঁচবিবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন ।
জয়পুরহাটের পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণে উপজেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতোর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সহ-সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ বাপ্পী, অধ্যাপক সুর্দশন সরকার ও শ্রী নিশিপদ দাস।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মতামত