খানসামা

খানসামায় জন্মাষ্টমী উদযাপন

প্রিন্ট
খানসামায় জন্মাষ্টমী উদযাপন

ছবি : খানসামায় জন্মাষ্টমী উদযাপন।


প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, দুপুর ১:০৫

দিনাজপুরের খানসামা উপজেলায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা জন্মাষ্টমী। 

শনিবার (১৬ আগস্ট) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খানসামা উপজেলা শাখার উদ্যোগে পাকেরহাট চরণকালী মাঠে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা, গীতা পাঠ ও প্রসাদ বিতরন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা।

উৎসব উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম এবং ধর্ম-অধর্মের চিরন্তন লড়াইয়ের শিক্ষা তুলে ধরেন।