ফুলবাড়ী

ফুলবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন

প্রিন্ট
ফুলবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন

ছবি : ফুলবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন।


প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৯

দিনাজপুরের ফুলবাড়ীতে আনন্দমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় পৌর শহরের শ্রী শ্রী শিবমন্দির থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

বিপুল সংখ্যক সনাতনী পুণ্যার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিবমন্দিরে গিয়ে শেষ হয়।

এ সময় ঢাক ঢোল আর করতালের সঙ্গে হরিনাম সংকীর্তন ও শ্রীকৃষ্ণ-রাঁধার লীলাময় বাল্য রূপের নানা সাজে শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে।

শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন শ্রী শ্রী শিবমন্দির কমিটির সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার মল্লিক, কোষাধ্যক্ষ উজ্জ্বল গুপ্ত, বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা কমিটির সদস্য ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব আনন্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, শ্রী শ্রী শ্যামা কালী মন্দির কমিটির সাংগাঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, ব্রাহ্মন সংগঠনের উপজেলা সভাপতি শিবায়ন চক্রবর্তী, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, সহসভাপতি সাবেক সহকারী অধ্যাপক ধীরেন্দ্রনাথ সরকারসহ উপজেলার বিভিন্ন মন্ডপ কমিটির সদস্য ও ভক্তবৃন্দ।

এ সময় ভক্তরা, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সোহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত, অধর্মের নাশ ও ধর্ম স্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ৫ হাজার ২৫১ বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন।