ছবি : খানসামায় বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও অভিভাবক সমাবেশ।
দিনাজপুরের খানসামা উপজেলার মাদার দরগাহ দারুল হিকমা ইসলামী নূরানী মডেল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মো. রমজান আলীর সভাপতিত্বে ও শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির মহাসচিব মাওলানা আরিফ আল মামুন ও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের খানসামা উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ মো. আল আমিন সাঈফী।
প্রধান আলোচক মাওলানা আরিফ আল মামুন বলেন, “বর্তমান প্রজন্মকে নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে গড়ে তুলতে হবে। শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ ধারণ করাই হবে প্রকৃত শিক্ষার স্বার্থকতা।”
মাদ্রাসার পরিচালক হাফেজ রমজান আলী বলেন, “বৃত্তি পরীক্ষায় যারা কৃতিত্ব দেখিয়েছে তারা আমাদের গর্ব। আগামীতে আরও বেশি শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।”
অনুষ্ঠানের বিশেষ আলোচক হাফেজ আল আমিন সাঈফী বলেন, “বৃত্তি শুধু একটি সনদ নয়, এটি শিক্ষার্থীর জন্য বড় প্রেরণা। এই প্রেরণায় তারা ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখতে পারবে।”
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষ পর্বে সফল শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
মতামত