ছবি : বিরামপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির।
দিনাজপুরের কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।
দিনাজপুরের বিরামপুরসহ আশপাশের ৬টি উপজেলা থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে অতিথিরা তাদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
শুক্রবার (১৫আগস্ট) বেলা ১১ টায় বিরামপুর সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ।
দিনাজপুর জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহিনুর রহমান, কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আনোয়ার কবির উজ্জ্বল, বিরামপুর ডায়াবেটিস এন্ড হেলথ কেয়ার সেন্টারের মেডিক্যাল অফিসার ডাঃ শাহ আলম সাজিদ, বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাসুদুর রহমান, প্রকৌশলী শাহিনুর রহমান ও আদর্শ উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ফাইরুজ্জাহান মাহি প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা অংশ নেন।
প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ তার বক্তব্যে বলেন, আজকের এই মেধাবীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদেরকে আলোকিত করতে হবে।
সংবর্ধিত কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে বাবা-মা, শিক্ষক ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করেন প্রতিধ্বনি শিল্পী গোষ্ঠী । প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত