হাকিমপুর

হিলিতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
হিলিতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : হিলিতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।


প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮:৩৫

দিনাজপুরের হিলিতে বিএনপি'র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ বিকেল ৫ টায় বাংলাহিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা কামনা ও ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এই সময় হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমা, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক মুশফিক চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রাজ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন,  পৌর মহিলা দলের সদস্য শামসুন্নাহার টুনিসহ আরও অনেকে।