শিক্ষা

ফুলবাড়ীতে হোপ এডুকেশন সেন্টারের উদ্বোধন

প্রিন্ট
ফুলবাড়ীতে হোপ এডুকেশন সেন্টারের উদ্বোধন

ছবি : ফুলবাড়ীতে হোপ এডুকেশন সেন্টারের উদ্বোধন।


প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, বিকাল ৩:০৭

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বপ্ন পুরণের অঙ্গীকার নিয়ে সরাসরি ঢাকা থেকে পরিচালিত হোপ এডুকেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫আগস্ট) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার বটতলী (সরকারি কলেজ রোড) দুই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক মো. ইউনুস আলী বুলুর সভপাতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিসিএস উদ্যম এর প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বিসিএস ডা. মোস্তাকিম আহমেদ মাহিম, ফুলবাড়ী সরকারি কলেজের প্রভাষক (গণিত) এম.জি.এম. আল ফারুক প্রমুখ।

উদ্বোধনের দিন দুইটি ব্যাচে শিক্ষার্থীদের জন্য ফ্রী সেমিনারের আয়োজন করা হয়। এতে ওই এলাকার মেধাবি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বিসিএস উদ্যম এর প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুজ্জামান শিক্ষার্থীদের মাঝে বিসিএস সংক্রান্ত ভয় দূর করার লক্ষ্যে হোপ এডুকেশন সেন্টারের মাধ্যমে উদ্যম এর কার্যক্রম তুলে ধরেন।

প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক মো. ইউনুস আলী বুলু জানান, সারাদেশের মধ্যে উত্তরাঞ্চলের শিক্ষর্থীরা বিসিএস পরীক্ষায় এখনও পিছিয়ে। বিসিএস এর প্রস্তুতির জন্য ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত শহরে হওয়ায় গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। হোপ এডুকেশন সেন্টার উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের বিসিএস উদ্যম এর মাধ্যমে বিসিএস সহ শিক্ষক নিবন্ধন, বিভিন্ন গ্রেডে চাকরির কোচিং, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের স্পেশাল কোচিং, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং চালু থাকবে।

এসময় হোপ এডুকেশন সেন্টারের সহযোগি পরিচালক সৈয়দ মাহাবুর রহমান ও শাহীরাজ আলম উপস্থিত ছিলেন।