খানসামা

কচুরিপানার জট কাটল, স্বস্তি এলাকাবাসীর

প্রিন্ট
কচুরিপানার জট কাটল, স্বস্তি এলাকাবাসীর

ছবি : কচুরিপানা অপসারণ কাযক্রম পরিদশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার।


প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, দুপুর ২:৪৩

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের মাদার দরগাহ সেল্টু শাহ ফাযিল মাদ্রাসা মোড়ে ইছামতী নদীর ওপর ব্রিজ এলাকায় জমে থাকা কচুরিপানার কারণে কয়েকদিন ধরে ব্রীজটি ঝুঁকিতে ছিল। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই এলাকার কচুরিপানা অপসারণ করে ঝুঁকি দূর করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে কচুরিপানা অপসারণ কার্যক্রম তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু খায়ের, তমিজ উদ্দিন, রশিদা খাতুনসহ স্থানীয় সুধীজন।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, “কচুরিপানার স্তূপের কারণে কয়েকদিন ধরে ব্রীজটি ঝুঁকিতে ছিল। বিষয়টি ইউএনও মহোদয়কে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন, এজন্য তাঁকে ধন্যবাদ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, “স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর কচুরিপানা অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের সমস্যা যাতে আর না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”