বিরামপুর

বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা মেয়ে নিহত

প্রিন্ট
বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা মেয়ে  নিহত

ছবি : প্রতীকি ছবি।


প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, দুপুর ২:৪০

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় পিতা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) এবং মেয়ে রিশাদ কাইফ (২ মাস)। এবং গোলাম রব্বানী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেল যোগে বিরামপুর থেকে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী। এসময় বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এসে পৌছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে দ্রুত গামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কহিনুর বেগম, মেয়ে রিশাদ কাইফ ঘটনাস্থালে  মারা যায়। পওর স্থানীয়রা গোলাম রব্বানীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।