হাকিমপুর

হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল

প্রিন্ট
হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল

ছবি : হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল।


প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, বিকাল ৪:৩১

দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সমন্বিত বাণিজ্য সুবিধা খাত উন্নয়ন করার লক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন  পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় (এফটিএ উইং), মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার ও যুগ্ম-সচিব  শিবির বিচিত্র বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে এসে পৌঁছেন। পরে তাঁদের ফুলেল শুভেচছা দিয়ে বরণ করেন হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন কতৃপক্ষ। 

পরে বন্দরের সম্মেলন কক্ষে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন প্রতিনিধি দলটি। বৈঠকে স্থলবন্দর এবং কাস্টমস স্টেশন সংক্রান্ত কার্যক্রমের ধারণা, বাণিজ্যখাতে গতি বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বাংলাহিলি, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, হিলি বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অনেকে।