কাহারোল

কাহারোলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : কাহারোলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।


প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৩

"প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে , কাহারোল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং কাহারোল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবাইদা নাজনিন। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইএসডিও, জেএসকেএস সহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ,উপকারভোগী এ সময় উপস্থিত ছিলেন। 

 আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সনদপত্র, বনজ ও ফলজ চারা সহ যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।