খেলাধুলা

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রিন্ট
দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত।


প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, রাত ৯:৫৪

ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ অর্থবছরে জেলা ক্রীড়া অফিস দিনাজপুরের আয়োজনে দিনাজপুর স্টেশন ক্লাবে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

প্রাণবন্ত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে খেলোয়াড় ছাড়াও ক্রীড়ামোদি অনেকেই উপস্থিত ছিলেন। 

দিনাজপুর সদর উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুর্ধ্ব-১৫ বালক ও বালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সুইস লীগ পদ্ধতিতে খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চেহেলগাজী শিক্ষা নিকেতনের ছাত্র আরাফাত চৌধুরী এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুকাইয়া আহম্মেদ শুরভী। সমগ্র খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট দাবা খেলোয়াড় আকমল হোসেন।