দিনাজপুর

বাউবি'র দিনাজপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে সুধী সমাবেশ

প্রিন্ট
বাউবি'র দিনাজপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে সুধী সমাবেশ

ছবি : বাউবি'র দিনাজপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে সুধী সমাবেশ।


প্রকাশিত : ৭ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:২৫

গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দিনাজপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমাম, পুরোহিত, শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকসহ ৪০ জন অংশ নেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় বাউবি দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রের হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউবি'র রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী।

বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. মাকসুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাউবির দিনাজপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ন আঞ্চলিক পরিচালক তপন কুমার মহন্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউবি'র সৈয়দপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ আফরোজ করিম। বক্তব্য রাখেন ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস ছালাম সরকার।

সঞ্চালনায় ছিলেন বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. আবু সায়েম।

বক্তাগণ বলেন, "দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করাই হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য। সমাজের সকল স্তরের মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাউবি এক অসাধারণ ভূমিকা পালন করছে। বিশেষ করে যারা প্রচলিত পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ পাননি, তাদের জন্য বাউবি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা বিশ্বাস করি, শিক্ষার কোনো বয়স নেই। তাই সবাইকে জীবনের শেষ দিন পর্যন্ত শেখার এই প্রক্রিয়ায় যুক্ত থাকতে হবে।"

বক্তাগন আরও বলেন, "সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে শিক্ষার কোনো বিকল্প নেই। বাউবির সহজলভ্য ও নমনীয় শিক্ষা পদ্ধতি এই লক্ষ্য অর্জনে সহায়তা করছে।"

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং পবিত্র বাইবেল পাঠ করা হয়।