বিরামপুর

বিরামপুর জামায়াতের বিশাল গণমিছিল

প্রিন্ট
বিরামপুর জামায়াতের বিশাল গণমিছিল

ছবি : বিরামপুর জামায়াতের বিশাল গণমিছিল।


প্রকাশিত : ৫ আগস্ট ২০২৫, বিকাল ৪:৫৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ৫ আগস্ট, বিকেল সাড়ে ৩ টায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা আমীর হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এবং দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। 

উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ শিবিরের সভাপতি সাজিদুর রহমান সাজু, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, পৌরসভা আমীর মাওলানা মামুনুর রশিদ ও মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।

পল্লবী মোড় থেকে গণমিছিল শুরু হয়ে ঢাকা মোড় দিয়ে কলাবাগান মোড় হয়ে নতুন বাজার দিয়ে হাজী মার্কেট হয়ে ধানহাটি দিয়ে কলেজ বাজারে শেষ হয়।