খানসামা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে খানসামায় জুলাই যোদ্ধাদের বিজয় মিছিল

প্রিন্ট
জুলাই গণঅভ্যুত্থান দিবসে খানসামায় জুলাই যোদ্ধাদের বিজয় মিছিল

ছবি : জুলাই গণঅভ্যুত্থান দিবসে খানসামায় জুলাই যোদ্ধাদের বিজয় মিছিল।


প্রকাশিত : ৫ আগস্ট ২০২৫, বিকাল ৪:৫৬

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে ‘জুলাই যোদ্ধারা’।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার পাকেরহাট শাপলা চত্বর থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

মিছিলে অংশ নেন গত জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে জড়িত সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু অতীতের স্মৃতি নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের সংগ্রামের অনুপ্রেরণা। দুঃশাসন, লুটপাট ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতা যখন রাস্তায় নামে, তখন কোনো শক্তিই তাদের থামাতে পারেনি, পারবেও না।”

উল্লেখ্য, এর আগে খানসামা বাজারেও বিজয় মিছিল করেন জুলাই যোদ্ধারা।