হাকিমপুর

ছাত্র -জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হিলিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

প্রিন্ট
ছাত্র -জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হিলিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

ছবি : ছাত্র -জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হিলিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল


প্রকাশিত : ৫ আগস্ট ২০২৫, বিকাল ৩:৪০


দিনাজপুরের হাকিমপুর হিলিতে ৫ আগস্ট ছাত্র -জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে সমাবেশ ও গনমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখা। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সমাবেশে অংশগ্রহণ করেন, উপজেলা, পৌর, ইউনিয়নের শত শত নেতাকর্মি।

প্রথমে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম এর নেতৃত্বে গণমিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, যুব বিভাগের আব্দুর রাজ্জাক, ইয়াসির আরাফাত, মেহেদী হাসান, আব্দুর রশিদ মাষ্টার, ছাত্রশিবির সভাপতি আলহাজ্ব হোসেন সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, জুলাইয়ে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যাদের কারনে আজকে আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি এবং চলতে পারছি তাদের সনদ দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানাই। ফ্যাসিস আওয়ামী সরকারের সমালোচনা করে বলেন, একময় এই ফ্যাসিস আওয়ামী সরকার আমাদের প্রিয় সংগঠনকে নিশ্চিহ্ন কররা জন্য দলীয় নিবন্ধন ও প্রতীক বাতিল করেছিলেন। আজ তারা দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলার মাটিতে ফ্যাসিস আওয়ামীর আর জায়গা হবে বলে হুশিয়ার করে দেওয়া হয়। 

এছাড়াও দেশকে ইসলামের পথে পরিচালনার জন্য দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।