ছবি : বীরগঞ্জে ঢেপা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।
দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদ থেকে শাহের আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার ঢেপা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃদ্ধ শাহের আলী ১০ নং মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামের মৃত বজর আলী শেখের ছেলে।
মোহনপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, সোমবার সকালে বৈরাগীবাজার নদীতে নামেন তিনি। এরপর থেকে তিনি নিখোজ ছিলেন। পরে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম স্থানীয় নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। মঙ্গলবার ভোরে ঢেপা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জানান।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, মঙ্গলবার ভোরে ঢেপা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মতামত