রাজনীতি

জুলাই ঘোষণাপত্রে সকল রাজনৈতিক দলের সার্বজনীন মতকে উপেক্ষা করায় গণঅধিকার পরিষদের প্রতিবাদ

প্রিন্ট
জুলাই ঘোষণাপত্রে সকল রাজনৈতিক দলের সার্বজনীন মতকে উপেক্ষা করায় গণঅধিকার পরিষদের প্রতিবাদ

ছবি : জুলাই ঘোষণাপত্রে সকল রাজনৈতিক দলের সার্বজনীন মতকে উপেক্ষা করায় গণঅধিকার পরিষদের প্রতিবাদ


প্রকাশিত : ৪ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮:১৭

জুলাই ঘোষণাপত্রে সকল রাজনৈতিক দলের সার্বজনীন মতকে উপেক্ষা করায় গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। 

গতকাল সোমবার রাত ৮ টায় দিনাজপুর প্রেসকাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারুন-উর রশিদ হিমেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পদক গোলাম আযম, কেন্দ্রীয় মানবসম্পদ ও কর্মসংস্থান সম্পাদক মোসাদ্দেক হোসেন, বিরল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক রায়হান হিপ্পু, ক্রীড়া সম্পাদক মোসাদ্দেক হোসেন, রেজাউল ইসলাম, জাবেদ আলী প্রমুখ। 

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৮ জুলাই ২০২৫ এ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে সরকার। এই খসড়া পটভুমিতে কেবল ২৪ এর জুলাই আন্দোলনের কথা খুব সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে। সাবেক ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনার সরকারের পতনের ক্ষেত্রটি কেবল এক দেড় মাসের আন্দোলন সীমাবদ্ধ নয়। বরং স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র-জনতা একটি ধারাবাহিক ইতিহাস আছে। তিনি তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর জনতার প্রতিবাদ, ২০১৮ সালের দেশব্যাপী গড়ে উঠা কোঠা সংস্কার আন্দোলনে, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলা আবরার ফাহাদের আত্মত্যাগ, ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক আন্দোলন, প্রায় ৩ দশক পর ডাকসু নির্বাচন, সাম্রাজ্যবাদে সাম্প্রদায়িক মোদীর আগমনের বিরুদ্ধে আন্দোলনসহ ফ্যাসিবাদ বিরোধ সকল লড়াই সংগ্রামের ইতিহাসকে জুলাই সনদে অর্ন্তভুক্ত করা হয়নি। সেই সাথে জুলাই আন্দোলনের সকল অংশীদার, সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করে সরকারের আনুকুল্যে থাকা একটি দলকে গুরুত্ব দিয়ে এই সনদ প্রকাশিত হয়েছে। দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদ এবং সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এর তীব্র নিন্দা জানাচ্ছি। আগামীকাল অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ ইউনুস কর্তৃক যে জুলাই ঘোষণাপত্রটি ঘোষিত হতে যাচ্ছে তাতে যাতে ১৮ এর কোঠা সংস্কার আন্দোলনসহ ছাত্র-জনতার পূর্ববর্তী আন্দোলন সংগ্রামের কথা থাকে সেই দাবি জানাই। ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থান কোন একক দলের কৃতিত্ব নয়, বরং এটি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক সংগঠন ও সাধারন জনগনের।