দিনাজপুর

দিনাজপুরে পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রিন্ট
দিনাজপুরে পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ৪ আগস্ট ২০২৫, বিকাল ৩:১৪



দিনাজপুরে শামসুর হক (৭০) নামে এক বৃদ্ধের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

রোববার (৩ আগস্ট) বিকেলে জেলার সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের গাবুরা বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শামসুর হক সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের তাজপুর মেম্বারপাড়া এলাকার মৃত ইব্রাহীমের ছেলে। 

পরিবার ও স্থানের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে গাবুরাহাটের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। পরিবারের সাথে শুক্রবার শেষ কথা হয়েছিল তার। রোববার দুপুরে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা এসে উদ্ধার কাজ সম্পন্ন করে। 

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।