নবাবগঞ্জ

নবাবগঞ্জে ডেভিলহান্টের অভিযানে আওয়ামী লীগের ২ জন আটক

প্রিন্ট
নবাবগঞ্জে ডেভিলহান্টের অভিযানে আওয়ামী লীগের ২ জন আটক

ছবি : নবাবগঞ্জে ডেভিলহান্টের অভিযানে আওয়ামী লীগের ২ জন আটক


প্রকাশিত : ৪ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩৮ আপডেট : ৪ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪০

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" পরিচালিত হচ্ছে। 

উপজেলার বিভিন্ন এলাকা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন , উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান (৫২) এবং ৮নং মাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি ও ৮নং মাহমুদপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগ সদস্য মোঃ জহুরুল ইসলাম। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় নবাবগঞ্জ থানা পুলিশ।