সারাদেশ

খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

প্রিন্ট
খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

ছবি : খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত


প্রকাশিত : ২ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮:০৪

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫’ উপলক্ষে দিনাজপুরের খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে টিটিসির শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অপরিসীম। পাশাপাশি তাঁরা গণআন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।