ছবি : বীরগঞ্জে পুলিশের চেকপোস্ট ও টহল জোরদার
দিনাজপুরের বীরগঞ্জে আইজিপির নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চেকপোস্ট ও টহল জোরদার।
আইজিপির নির্দেশক্রমে শনিবার (২ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও টহল জোরদার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
অভিযান চলাকালীন হেলমেটবিহীন মোটরসাইকেল, প্রাইভেট কার ও মালবাহী ট্রাকসমূহ তল্লাশি করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর এর দিকনির্দেশনায় এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
এই বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর এর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বীরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয়েছে।
মতামত