ছবি : বাংলাহিলি হাট ও বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষনা
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরের বাংলাহিলি খাসমহল হাট ও বাজর ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
ফরিদ খান সভাপতি ও আরমান আলী প্রধান কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যর কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাত ৮ টায় হিলি বাজারের পাবলিক ক্লাব কার্যালয়ে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম হোসেনের সভাপতিত্বে সাধারণ অধিবেশন শুরু হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ব্যবসায়ী মুশফিকুর রহমান চৌধুরী সহ অনেকে।
অধিবেশনের শেষের দিকে পুরাতন কমিটি বিলুপ্ত করা হয় এরং ফরিদ খানকে সভাপতি ও পুনরায় আরমান আলী প্রধান কে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি ১৭ সদস্যর কমিটি গঠন করা হয়।
মতামত