পার্বতীপুর

পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৩

প্রিন্ট
পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৩

প্রকাশিত : ২ আগস্ট ২০২৫, বিকাল ৫:১৩



দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৩ জন আটক হয়েছে। শনিবার (২ আগষ্ট) দুপুরে শহরের নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন অফিসে জুয়ার আসর বসে এমন অভিযোগে বিকাল ৩ টায় ঘটনাস্থলে অভিযান চালায় সেনাবাহিনী ও পার্বতীপুর মডেল থানা পুলিশের যৌথবাহিনীর একটি দল। 

এসময় জুয়া খেলার অভিযোগে ঘটনাস্থল থেকে ২৩ জনকে হাতেনাতে আটক করা হয়। সেই সাথে জুয়া খেলার উপকরণ, ১৭ টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮ শ টাকা জব্দ করা হয়। পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্যাম্যমান আদালত পরিচালনা করে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। 

অভিযানে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, সেকেন্ড অফিসার নিমাই কুমার রায় ছাড়াও পাবতীপুর সেনাক্যাম্পের টহল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে আটককৃতদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।