জয়পুরহাটের পাঁচবিবির বীরনগর কুটারবিল এলাকায় জমিজমার জেরে মারধর। বিষয়টি নিরশনে আদালত পর্যন্ত গড়ালেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। সুষ্ঠু সমাধানের আশায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার বীরনগর গ্রামের মৃত খাদেম আলীর ছেলে আশরাফ আলী অন্যের নিকট থেকে বীরনগর মৌজার এমন আর খতিয়ান নং-৬৪৮ ও আর এস খতিয়ান নং -১৪৮ থেকে ৪.১/৪ শতক ভিটা জমি ক্রয় করেন। দীর্ঘদিন যাবৎ ওই জমিতে আশরাফ কলার চাষ করে আসছিল। কিছুদিন আগে উপজেলার পশ্চিম বীরনগর গ্রামের মৃত নছের প্রামানিকের ছেলে হাফিজার, হজ মুন্সীর ছেলে নূর নবী ও তার স্ত্রী সহ কয়েকজন আশরাফের লাগানো কলার গাছ কেটে ফেলে।
পরবর্তীতে ওই জমির চারপাশ রাতের বেলা সীমানা প্রাচীর নির্মাণ করে। গত শুক্রবার সন্ধ্যায় নির্মাণ কাজে বাঁধা দিতে গেলে তারা আশরাফের স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়েকে বেদম প্রহার করে।
অভিযোগের বিষয়ে মোঃ নুরুন্নবী বলেন, আমি আমার জমিতে প্রাচীর নির্মাণ করেছি অন্যের জমিতে নয়। আর যে ব্যক্তি আমার জমি নিজের বলে দাবী করছে সেটি তার জমি নয়, তার জমি অন্য সাইটে। তারপরও যেহেতু সে আদালতে মামলা ও ভুমি অফিসে অভিযোগ করেছে সেহেতু বিষয়টি সেখানেই নিষ্পত্তি হবে।
পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় এজন্য আদালতের নির্দেশ মোতাবেক থানা পুলিশ কাজ করছে। এরপরো উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
মতামত