ছবি : প্রতীকি ছবি।
দিনাজপুরের বীরগঞ্জে প্রমিলা রানী ঘোষ (৬৬) নামের বৃদ্ধা নারী'র লাশ উদ্ধার পুলিশ।
বুধবার (৩০ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রমিলা রানী ঘোষ ওই এলাকার সূর্য নাথ ঘোষের স্ত্রী।
পরিবার সুত্রে জানা যায়,প্রমিলা রানী দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।
ওই দিন সকাল ৮টার অনেক ডাকাডাকি করে তার সারা না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, সে নিজ শয়ন ঘরের ভিতরে বাঁশের বর্গার সহিত ফাঁস আত্মহত্যা করেছে।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে, ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
মতামত