ছবি : বীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মত বিনিময় সভা।
দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির বীরগঞ্জ উপজেলা সমন্বক কমিটির আয়োজনে বীরগঞ্জ ও কাহারোল উপজেলা শাখার নব গঠিত কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টায় জাতীয় নাগরিক পার্টির বীরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাসান মোঃ বদরুদ্দোজা মুক্তার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির শ্রমিক ইউনিয়ন এর প্রধান সমন্বয়কারী মোঃ রেজাউল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় সন্ত্রাস ও মাদকমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। মানুষের ৫টি মৌলিক অধিকার (খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্ব্যাস্থ্য ও নিরাপত্তা) বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। মূলত মানুষের আশা আকাঙ্কার উপর নির্ভর করেই তাদের জোরালো দাবীতে এনসিপি দেশ ও জনগণের কল্যাণে স্বচ্ছ ও বৈষম্যহীন রাজনীতিতে মাঠে নেমেছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ সহ এলাকার শতাধিক যুবক ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মতামত