ছবি : হিলিতে ৫ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
দিনাজপুরের হিলিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গরীব দুস্থ ও অসহায় ৫ জন প্রতিবন্ধীকে চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এছাড়াও সুদ মক্ত ক্ষুদ্রঋনে আদায়ের ক্ষেত্রে গ্রাম কমিটির সভাপতি, সম্পাদকের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গনে প্রতিবন্ধী হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সমাজ সেবা ফিল্ড আফিসার আব্দুস সালাম, সাংবাদিক সহ আরো উপস্থিত ছিলেন।
মতামত