ছবি : হিলি স্থলবন্দরে দুই দেশের ব্যবসায়ীদের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের বৈঠক
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি বাণিজ্য বাড়ানোর পাশাপাশি দুই দেশের অভ্যন্তরে ছোট ছোট সমস্যা গুলো চিহ্নিত করণ দ্রুত সমাধানের লক্ষ্য দুই দেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
আজ বুধবার বেলা আড়াইটায় হিলি সীমান্তের জিরো পয়েন্টে দেশের বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট, ভারতীয় এক্সপোর্টার, দুই দেশের আমদানি-রপ্তানি কারক ব্যবসায়ীদের অংশগ্রহণে এই দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে দুই দেশের ব্যাবসায়ী ও হিলি কাস্টমস এর পক্ষ থেকে ফুল দিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার কে বরণ করে নেওয়া হয়।
দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
এতে ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সভাপতি আলাউদ্দিন ও সম্পাদক রাজেশ আগারগাঁওল এর নেতৃত্বে ১১জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশের বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও সম্পাদক শাহিনুর ইসলাম এর নেতৃত্বে বেশকিছু ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীরা বন্দরের অভ্যন্তরীণ সমস্যা, আমদানি-রপ্তানির গতিবৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেন।
দ্বিপাক্ষিক বৈঠকটি সঞ্চালনা করেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল।
প্রধান অতিথির বক্তব্যে মনোজ কুমার বলেন, হিলি স্থলবন্দরে বাণিজ্য বাড়াতে রাস্তাঘাট প্রসস্ত, কাস্টমসের উদ্ধর্তন কর্মকর্তা,কোয়ারান্টাইন সহ যে সমস্যার কথা গুলো আপনাদের মাধ্যমে উঠে এসেছে সেগুলো আমাদের দেশের সরকারকে অবগতি করা হবে যাতে দ্রুত এসব সমস্যার সমাধান হয়।এছাড়াও রপ্তানির জন্য সময় বাড়ানো হবে বলে জানান তিনি।
মতামত