ছবি : নবাবগঞ্জে এসইডিপি’-এর আওতায় শ্রেষ্ঠ মেধাবী কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
দিনাজপুরের নবাবগঞ্জে ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিম, এসইডিপি’-এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিম, এসইডিপি’-এর আওতায় ৩৬ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা ও জেলা শিক্ষা অফিস এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক ।
জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন আল আজাদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ শামসুজ্জামান।
এ অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় নবাবগঞ্জ উপজেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৬ জন ছাত্র- ছাত্রীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত