ছবি : বিরামপুরে নাইট কোচের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ বুধবার ভোরে ঘটে গেছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। উপজেলার কলেজ বাজার এলাকায় ভোর আনুমানিক ৫টার দিকে একটি দ্রুতগতির নাইট কোচের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা মহিলাটি রাস্তার একপাশে পড়ে ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি নাইট কোচ তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মৃত বৃদ্ধার আনুমানিক বয়স ৭০ বছর। তার গায়ে ছিল হলুদ-লাল রঙের শাড়ি। এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশকে খবর দিলে বিরামপুর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
মতামত