সারাদেশ

দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক

প্রিন্ট
 দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক

ছবি : দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক


প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, রাত ৯:৩৪ আপডেট : ২৭ জুলাই ২০২৫, রাত ৯:৪৪

দিনাজপুরে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। 

আজ রোববার বিকেল পৌনে ৪ টার দিকে অভিযুক্ত ফারুক (৪৫)কে আটক করে কোতয়ালী থানা পুলিশ। আটক ফারুক সদর উপজেলার ১৭নং রেলঘুন্টি এলাকার বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ফারুক একটি বাড়িতে প্রবেশ করে ১১ বছর বয়সী শিশুটিকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে হাতেনাতে ফারুককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্ত ফারুককে থানায় নিয়ে আসার সময় পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে আবারও মারধোরের চেষ্টা করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ আটক ফারুককে থানায় নিয়ে যায় এবং ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় অভিযুক্ত ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। 

এলাকাবাসী নিলুফার ইয়াসমিন বলেন, ফারুকের চরিত্র আগে থেকেই খারাপ। সে এলাকার বিভিন্ন বাড়িতে প্রবেশ করে ঢু মারে। মেয়েদের দেখলে আজেবাজে কথা বলে। অনেকের সাথেই খারাপ আচরন করেছে। এখন ছোট ছোট মেয়েদের সাথে খারাপ কাজ করছে। এমন হলে আমাদের বাচ্চারা কিভাবে নিরাপদে থাকবে। আমরা তার এমন শাস্তি চাই যাতে করে আর কোন পুরুষ এমন কাজ করতে সাহস না পায়। 

ওই এলাকার মোছা: মনি বলেন, একদিন আমার বাড়িতে সে প্রবেশ করেছিল। গোসল করতে গেলে বেড়া ফাক করে দেখে। একদিন আমার গোসল করার সময় এভাবে দেখার সময় আমিও দেখে ফেলি। পরে তার পরিবারকে জানাই, কিন্তু তারা বিশ্বাস করেনি। পরে আমাকে মারধোর করে। এই ঘটনায় আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করি। পরে আমাকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেয়। কিন্তু মামলা আমি তুলিনি। আর কোন পুরুষ যাতে করে এমন ঘটনা ঘটার সাহস না পায় এমন শাস্তি চাই। 

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।