ছবি : বীরগঞ্জে মানবিক সাহায্যে এগিয়ে এলেন ইউএনও তানভীর আহমেদ
দুর্ঘটনায় আহত তফিজুল ইসলাম, জীবন বাঁচাতে চাচ্ছেন সহানুভূতির হাত এমন খবর পেয়ে তাৎক্ষণিক তফিজুলের নিজ বাড়িতে ইউএনও তানভীর আহমেদ।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের রিকশাচালক মোঃ তফিজুল ইসলাম দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হন। জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালাতে গিয়ে প্রায় ২০ দিন আগে এই দুর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে চলাফেরায় পুরোপুরি অক্ষম হয়ে পড়েছেন।
ফেসবুক ও স্থানীয় অনলাইন পোর্টালে মানবিক সাহায্যের আবেদনটি ভাইরাল হলে শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিক তফিজুলের নিজ বাড়িতে ছুটে যান। তিনি এক মাসের খাবার সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা ও পরবর্তীতে ভালো চিকিৎসা করার কথা বলেন।
মতামত