দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা ব্রিজ সংলগ্ন দক্ষিণ নিজপাড়া গ্রামের বাসিন্দা সানাউল্লাহর পুত্র কাজী মোঃ রয়েল হোসেন (৩০) গ্রেফতার হয়েছেন।
গত ২৩ জুলাই (বুধবার) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারা অনুযায়ী রয়েল হোসেনকে ৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২,৪০০/-টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মতামত